বেশ কিছু দিন আগে ইন্টারনেটে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই এর একটা ভিডিও ভাইরাল হয়েছে, যা সম্পূর্ণ (AI) দিয়ে বানানো হয়েছে। এমতাবস্থায় তারা উক্ত ভিডিও সরানোর জন্য গুগল ও ইউটিউবের বিরুদ্ধে মামলা করেছে। অভিষেক ও ঐশ্বরিয়া আদালতের কাছে প্রায় ৪ কোটি রুপি জরিমানা সরূপ দাবি করেছে। বর্তমানে এমন ডিপ ফেইক ভিডিও অনেক সেলিব্রেটি দেরকেই নিয়েই বানানো হচ্ছে।
যে সকল ভিডিও সেলিব্রেটিদের ভাবমূর্তি নষ্ট করছে। এছাড়াও এই সব ভিডিও সামাজিক মর্যদায় অনেক বাজে একটা ইফেক্ট ফেলছে। অভিষেক ও ঐশ্বরিয়া মামলা করার জন্য অনেক গুলা ভিডিওর লিংক ও স্কিনশট সংযুক্ত করে দিয়েছে।

এআই মডেলের ঝুঁকি
এআই অনেক মানুষের কাজের উপকার করলেও কিছু খারাপ মানুষ এটির অসৎ ব্যবহার করছে, যা অন্যের জন্য হুমকি স্বরূপ। তাই ভবিষ্যতে এমন ভয়াবহতা এড়াতে আইনের উচিৎ এখন থেকেই এর বিরুদ্ধে কড়া নজরদারি রাখা। যেন সাধারন কোন মানুষ এর জন্য লজ্জিত না হয়।
অভিষেকের ছবি বিভিন্ন ডিজাইনাররা তার অনুমতি ছাড়াই টি-শার্ট ও মগ প্রিন্টে ব্যবহার করছে এবং ঐশ্বরিয়ার কিছু অশ্লীল ভিডিও বানিয়ে তা থেকে ইনকামের ব্যবস্থা করছে কিছু অসামাজিক কন্টেন্ট ক্রিয়েটর।
মামলার পরিপ্রেক্ষিতে দিল্লি হাইকোর্ট ইতিমধ্যে গুগলের আইনজীবীকে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন। এবং এ বিষয়ে পরবর্তী শুনানি হবে ২০২৬ সালের ১৫ জানুয়ারি এবং তখন বাকি অংশ শেয়ার করা হবে।
